শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৩৫তম ওরশ শরীফ মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। ওরশের কর্মসূচির মধ্যে রয়েছে–বাদে ফজর রওজা শরিফে গিলাফ চড়ানো, দিনব্যাপী খতমে কুরআন, হালকায়ে জিকির, মিলাদ মাহ্িফল এবং রাত ১০টায় কেন্দ্রীয় মাহফিল অনুষ্ঠিত হবে।
দেশ–জাতি ও বিশ্বের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করবেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।
এ উপলক্ষে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রাহ্মান সানির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ওরশ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, দেশ–বিদেশ হতে আগত আশেক–ভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ মনজিলের স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। ওরস উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের গৃহীত ৮ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ট্রাস্টের উদ্যোগে নগরের মুরাদপুর হতে রয়েছে মাইজভাণ্ডার দরবার পর্যন্ত দিনব্যাপী বিআরটিসির বিশেষ বাস সার্ভিস চালু থাকবে।