বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। আগামী দুই বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা এই শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার প্রজ্ঞাপন জারির খবর পাওয়ার পর নাট্য নির্দেশক সৈয়দ জামিল বলেছেন, তিনি আজ মঙ্গলবার এ পদে যোগ দিতে ইচ্ছুক। খবর বিডিনিউজের।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, শিল্পকলা একাডেমিতে কিছু অরাজক অবস্থা রয়েছে, তা নিয়ে জনমনে ক্ষোভও রয়েছে। আমি বোঝার চেষ্টা করব এই ক্ষোভের জায়গাটা এবং সেটি সংশোধন করে শৃঙ্খলা ফেরানোর কাজ করব। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই। সবার সঙ্গে কথা বলতে চাই। সৈয়দ জামিল ৩০ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে।
তাঁর নির্দেশনায় মঞ্চে এসেছে ২০টিরও বেশি নাটক। এর মধ্যে রয়েছে সেলিম আল দীন রচিত ‘চাকা’, মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’, পালাগান থেকে করা ‘কমলা রানীর সাগর দিঘী’, মনসা মঙ্গল থেকে ‘বেহুলার ভাসান’, সংযাত্রা থেকে ‘সংভংচং’, রবি ঠাকুরের লেখা থেকে অবলম্বন ‘শ্যামার উড়াল’, কাশ্মীরি কবি আগা শহীদ খানের কাব্য অবলম্বনে ‘রিজওয়ান’, শহিদুল জহিরের উপন্যাস অবলম্বনে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা‘, সারাহ কেইনের ‘ফোর পয়েন্ট ফোর এইট সাইকোসিস’ অবলম্বনে ‘চার দশমিক চার আট, মন্ত্রাস’ এবং একক অভিনীত নাটক বিস্ময়কর সবকিছু।