চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে টানা জয় পেয়েছে মাদারবাড়ি উদয়ন সংঘ। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দিদারুল ইসলাম সৈনিকের হ্যাট্রিকের কৃতিত্বে উদয়ন ৩–১ গোলে কোয়ালিটি স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। এটি লিগের তৃতীয় হ্যাট্রিক। এ জয়ে উদয়ন সংঘ শিরোপা লড়াইয়ে ফিরে এসেছে। ৭ খেলা শেষে তাদের পয়েন্ট ১৩। অন্যদিকে লিগ টেবিলের শীর্ষে আছে কিষোয়ান। ৬ খেলা শেষে তাদের ১৪ পয়েন্ট। কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৭ খেলা শেষে পেয়েছে ৯ পয়েন্ট। গতকাল খেলার প্রথমার্ধে উদয়ন সংঘ বেশ কিছু সুযোগ নষ্ট করে। কিন্তু প্রথম গোল করে খেলায় এগিয়ে যায় কোয়ালিটি। খেলার ৪৪ মিনিটের সময় মধ্যমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যান জীবন মিয়া। তিনি ডানপ্রান্তে রিয়াদকে বাড়িয়ে দেন। রিয়াদ কাটব্যাক করেন ফাঁকায় দাঁড়ানো নতুন রিক্রুট গৌরব সংঘকে। গৌরব ডান পায়ের কড়া শটে গোল করে কোয়ালিটিকে এগিয়ে দেন (১–০)। এক গোলে এগিয়ে থাকা কোয়ালিটি দ্বিতীয়ার্ধে অন্য উদয়নের দেখা পায়। কোয়ালিটি এ অর্ধে মাঝে মাঝে ঝাপটা দিলেও উদয়ন দাপুটে ফুটবল খেলতে থাকে। এ থেকে তারা গোল করতে থাকে একের পর এক। ৫৮ মিনিটে খেলায় সমতা আনে তারা। কর্ণার থেকে নাফিজ ইকবালের বল পান দিদারুল ইসলাম সৈনিক। তিনি বার ঘেঁষে বল জালে জগিয়ে দেন (১–১)। চার মিনিট বাদে সৈনিক বঙে ঢুকে ডান পায়ের কড়া শটে কোয়ালিটির জাল কাঁপিয়ে দেন। উদয়ন এগিয়ে যায় ২–১ গোলে। এরপর একটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন উদয়নের পরিমল বৈদ্য। খেলার শেষ প্রান্তে ৯০ মিনিটের সময় রিয়াদ ডান প্রান্তে বল যোগান দেন সৈনিককে। সৈনিক তা গোলে রূপান্তর করলে উদয়ন ৩–১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। গতকালের খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন মাদারবাড়ী উদয়ন সংঘের দিদারুল ইসলাম সৈনিক খেলা শেষে তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মসিউল আলম স্বপন। প্রিমিয়ার ফুটবল লিগে আজকের খেলায় অংশ নেবে ব্রাদার্স ইউনিয়ন এবং শতদল। বিকাল ৩টায় এ খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।