সৈকতে নিখোঁজের ২০ ঘণ্টা পর এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৯:৪১ পূর্বাহ্ণ

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করার সময় পানিতে ডুবে নিখোঁজ আতহার নূর কাইফ (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ গতকাল শনিবার সকাল সাড়ে ৫টায় উদ্ধার হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে কঙবাজার শহরের কলাতলী পয়েন্ট বঙ্গোপসাগরে গোসল করার সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। এর প্রায় ২০ ঘণ্টা পর গতকাল শনিবার ভোর সাড়ে ৫টায় সৈকতের একই স্থানে তার লাশ ভেসে ওঠে বলে জানান কঙবাজার সৈকতের বিচকর্মী সুপারভাইজার মাহবুব আলম। তিনি বলেন, এ নিয়ে গত এক মাসে কঙবাজার বঙ্গোপসাগরে গোসল করার সময় পানিতে ডুবে শিশুসহ ৩ জন মারা গেল।

ট্যুরিস্ট পুলিশ কঙবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জানান, শুক্রবার সকালে আতহার নূর কাইফ তার এক খালাতো ভাই ও এক বন্ধুসহ কঙবাজার শহরের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করছিলেন। এক পর্যায়ে স্রোতের টানে আতহার নূর কাইফ সাগরে ডুবে যায়। এসময় তার সঙ্গীদ্বয়ের চিৎকারে কর্তব্যরত লাইফগার্ড কর্মীরা এগিয়ে এসে দুই জনকে উদ্ধার করতে সমর্থ হলেও কাইফের সন্ধান মেলেনি। পরে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সাগরে নিখোঁজ হওয়ার স্থানে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সেখান থেকে স্বজনরা তার লাশ নিয়ে যায়।

নিহত কলেজ ছাত্র উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে এবং কক্সবাজার ডিসি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে হাইকোর্টে ৫১ বেঞ্চে বিচারকাজ চলবে
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল সারলেন ইউপি চেয়ারম্যান