চট্টগ্রামের চন্দনাইশের বরমা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান শহীদ মুক্তিযোদ্ধা সৈয়দ সিরাজুল মোস্তফার কনিষ্ঠ পুত্র স ম সেলিম উদ্দীন সবুজ বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে নিয়োগ পেয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ১৯৯০ সালে রসায়নে সম্মানসহ এমএসসি ডিগ্রি অর্জন করে কর্মজীবনের শুরুতে চট্টগ্রামের ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজে অধ্যাপনা করেন।তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি ও আইবিবি হতে পেশাগত ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিস, ময়মনসিংহ অফিসে বিভিন্ন বিভাগ/ শাখায় দায়িত্ব পালন করে বিগত ২ বছর যাবৎ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে উপমহাব্যবস্থাপক ও অনুষদ সদস্য হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তাঁকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের আইন বিভাগে বহাল করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।