ফটিকছড়ির হেঁয়াকো সেলফি রোডে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাইফুল ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ মোটরসাইকেল আরোহী।
জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭ টার দিকে সেলফি রোডে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ৪ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় আহত সাইফুল ইসলাম নামে ঐ কিশোর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত সাইফুল বাগানবাজার ইউপির ৬ নং ওয়ার্ডের ধুলিয়াছড়ির প্রবাসী আব্দুল খালেকের পুত্র বলে জানা গেছে।