বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান রোববার রাতে বলেছেন, কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসার পর তিনি সেলফ-কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে তার কোন করোনাভাইরাস উপসর্গ নেই। খবর বাসসের।
টেড্রোস আধানম গেব্রিয়াসাস এক টুইটার বার্তায় বলেন, আমি কোভিড-১৯ পজিটিভ কোন এক ব্যক্তির সংস্পর্শে এসেছি তা জানা গেছে। তিনি আরো বলেন, আমি ভাল আছি এবং আমার করোনাভাইরাসের কোন উপসর্গ নেই। তবে আমি আগামী কয়েকদিন সেলফ-কোয়ারেন্টাইনে থাকবো। ডব্লিউএইচও’র বিভিন্ন প্রটোকল মেনে আমি বাসা থেকে কাজ করবো। টেড্রোস মহামারি করোনাভাইরাস মোকাবেলার লড়াইয়ে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার প্রচেষ্টার একেবারে সামনে রয়েছেন। গত বছরের শেষের দিকে চীনে ভাইরারাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে বিশ্বব্যাপী এ পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষ ভাইরাসে প্রাণ হারিয়েছে এবং ৪ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। তিনি টুইটার বার্তায় জোর দিয়ে বলেন, আমাদের সকলের স্বাস্থ্য নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।