বিগত ২০২৩ সনের বার্ষিক সমাপনীতে বিভিন্ন ব্যবসায়িক লক্ষ্যমাত্রার সূচকের বিপরীতে অগ্রণী ব্যাংক পিএলসি, লালদীঘি পূর্ব কর্পোরেট শাখা, চট্টগ্রাম আমানত ১১৬%, মুনাফা ১৩৬% (সার্কেলের শাখাগুলোর মধ্যে সর্বাধিক সুনাফা ৭১.৬১ কোটি টাকা), আমদানী ১১৪%, বৈদেশিক রেমিটেন্স ১২৪ শ্রেণিকৃত ঋণ আদায় ১২৩% অর্জন করতে সক্ষম হওয়ায় সেরা কর্পোরেট শাখা প্রধান হিসেবে এবিএম সাইফুদ্দিন খান চৌধুরীকে সম্মানা প্রদান করা হয়। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হতে প্রদত্ত ব্যবসায়িক সূচকের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের প্রেক্ষিতে অগ্রণী ব্যাংক পিএলসি, চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক ও মহান মুক্তিযুদ্ধের গবেষক মোঃ আবু হাসান তালুকদার কর্তৃক সেরা কর্পোরেট শাখা প্রধান হিসেবে উপমহাব্যবস্থাপক এবিএম সাইফুদ্দিন খান চৌধুরীর সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












