আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব–২০২৪’র সেরা অভিনেতা ও মডেল ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন খালেদ হোসেন চৌধুরী। গত মঙ্গলবার সন্ধ্যায় ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব–২০২৪’র সেরা অভিনেতা এবং মডেল হিসেবে এ পুরস্কার লাভ করেন তিনি।
রাজধানীর কেন্দ্রীয় কচি–কাঁচার মেলায় ৮ম চলচ্চিত্র উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিজন পীরজাদা শহীদুল হারুন ও প্রধান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া (আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট)। বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে ছিলেন– পরিচালক ও প্রযোজক নাজনীন হাসান খান, নাট্যকার ও প্রযোজক ফরিদুল ইসলাম রুবেল, নাট্যকার ও প্রযোজক অপর্ণা রানী রাজবংশী, পরিচালক ও প্রযোজক রাকিবুল হাসান সোহেল, অভিনেতা ও পরিচালক এনায়েত উল্যাহ সৈয়দ। দেশ ও দেশের বাইরে থেকে ১৫৩টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রদর্শীত ১০টি চলচ্চিত্রের মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়। অভিনেতা ও মডেল হিসেবে দীর্ঘ ২৪ বছরের বেশি সময় ধরে কাজ করছেন খালেদ হোসেন চৌধুরী।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে খালিদ হোসেন চৌধুরী বলেন, যে কোন কাজে স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেলে সেটা অবশ্যই ভালো লাগে। সবসময় দর্শকদের কথা মাথায় রেখেই নিজের সর্বোচ্চটা দিয়েই কাজ করি। ‘যেকোনো পুরস্কারই কাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। আমি জুরি বোর্ডসহ এই আয়োজনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে সম্মানিত করার জন্য।’