সেমিফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে পাকিস্তান

আজাদী অনলাইন | বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ২:৫০ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আজ নিউজল্যান্ড-পাকিস্তান মুখোমুখি। দুর্দান্ত এক ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক।

টি–টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে আজ সিডনিতে পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড। দুর্দান্ত এক ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে এর আগে তিনটি সেমিফাইনালে কিউইদের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে পাকিস্তান।

তবে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের। সেটা চ্যাম্পিয়নস ট্রফিতে। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। চারবার জিতেছে পাকিস্তান, দুবার নিউজিল্যান্ড।

দুই দলেই কোনো পরিবর্তন নেই। আগের ম্যাচের দলে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান ও নিউজিল্যান্ড। আজ সেমিফাইনালে অপরিবর্তিত একাদশই খেলাবে দুই দল। বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচটি খেলেছে পাকিস্তান। নিউজিল্যান্ড সর্বশেষ ম্যাচ খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধদুদকের সেই শরীফকে ৩৫ প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব