যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ চট্টগ্রাম জেলা দল খেলতে নামছে দিনাজপুর জেলা দলের বিপক্ষে। আজ মঙ্গলবার দুপুর ২টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সেমিফাইনাল পর্বের প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা ফুটবল দল দলীয় ম্যানেজার মো. সারওয়ার আলম চৌধুরী মনির নেতৃত্বে গতকাল সোমবার সকালে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। দুপুরে তারা ঢাকা পৌঁছান। জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে গতবারও চট্টগ্রাম ফাইনাল খেলেছে। এবার টানা দ্বিতীয়বার ফাইনাল খেলতে হলে আজকের সেমিফাইনালে জিততেই হবে চট্টগ্রাম জেলা দলকে। সর্বশেষ ২০২১–২০২২ সালে চট্টগ্রাম জেলা দল ফাইনাল খেলেছিল। সেবার বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হেরে তারা রানার্স আপ হয়েছিল। গতকাল ঢাকা পৌঁছে বিকেলে কোচ নাজিমউদ্দিন নাজুর নেতৃত্বে হালকা অনুশীলনে নামে চট্টগ্রাম জেলা ফুটবল দল। ম্যানেজার সারওয়ার আলম চৌধুরী মনি জানিয়েছেন দলের সব খেলোয়াড় আল্লাহর রহমতে সুস্থ আছে। ইনশাআল্লাহ আমরা আগামীকাল (আজ) সেমিফাইনালে দিনাজপুরের সাথে ভালো প্রতিদ্বন্দ্বিতা করবো। তিনি খেলায় জেতার আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম দলের কোচ নাজিমউদ্দিন নাজু বিকেলে অনুশীলনের পর জানান, কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মাঠ খুবই ভালো। আমার দলের খেলোয়াড়রা সবাই সুস্থ আছে। সেমিফাইনাল ম্যাচে আশা করি চট্টগ্রামবাসীর জন্য একটা ভালো ফলাফল উপহার দিতে পারবো। দলের কম্বিনেশনের জন্য কয়েকটা পরিবর্তন হতে পারে। চট্টগ্রামবাসীর কাছে সমর্থন,দোয়া ও আশীর্বাদ চাই যাতে আমরা মাঠে ভালো খেলে জয়লাভ করতে পারি। চট্টগ্রাম দলের অধিনায়ক আলাউদ্দিন বলেছেন,আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। দলের সব খেলোয়াড় ফিট আছেন। মাঠও ভালো। ইনশাআল্লাহ সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে সেরা পারফরমেন্স দিতে পারলে মাঠ থেকে আমরা জয় নিয়ে ফিরতে পারবো। আমরা সবার দোয়া চাই। চট্টগ্রাম দল এর আগে ধাপে ধাপে এগিয়ে গেছে। সেমিফাইনালে পৌঁছানোর আগে চট্টগ্রাম জেলা দল প্রাথমিক পর্বে গত ১০ সেপ্টেম্বর হোম ম্যাচে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নোয়াখালীর বিপক্ষে খেলে। এ খেলায় তারা ১–০ গোলে নোয়াখালীকে পরাজিত করে। এরপর ১৭ সেপ্টেম্বর নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে এ্যাওয়ে ম্যাচে চট্টগ্রাম ও নোয়াখালীর খেলা ১–১ গোলে ড্র হয়। ৫ অক্টোবর বান্দরবান জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম খেলে কক্সবাজারের বিপক্ষে। এই খেলাটি ১–১ গোলে ড্র হয়। ১২ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হোম ম্যাচে চট্টগ্রাম ১–০ গোলে কক্সবাজারকে পরাজিত করে নক আউট পর্বে উন্নীত হয়। নক আউট পর্বে চট্টগ্রাম ও ফেনীর খেলা ১–১ গোলে ড্র হলেও টাইব্রেকারে চট্টগ্রাম ৪–১ গোলে ফেনীকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল পর্বে উন্নীত হয়। গত ৮ নভেম্বর কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম নিরপেক্ষ ভেন্যু নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে কুমিল্লাকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।











