সেমিনার, ওয়ার্কশপ ও ট্রেনিংয়ে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ট্রেনিং প্রোগ্রামে উপাচার্য

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:৫৯ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে শুরু হয়েছে নবাগত শিক্ষকদের ট্রেনিং প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি মিলনায়তনে পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রানা করনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. .এফ.এম আওরঙ্গজেব। ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ইনচার্জ ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জাহেদ বিন রহিম ও মো. আবদুল হান্নান।

উপাচার্য প্রফেসর ড. .এফ.এম আওরঙ্গজেব বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুরু থেকেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাবী শিক্ষকদের নিয়োগ প্রদান করে আসছে, যাতে সেই মেধাবী শিক্ষকদের মাধ্যমে আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারি। আপনারা শিক্ষক হিসেবে আপনাদের কর্মজীবন শুরু করেছেন, সেই ক্ষেত্রে শিক্ষক হিসেবে ক্লাশে ছাত্রদের পড়ানোর আপনাদের অনেকেরই অভিজ্ঞতা নেই বললেই চলে। তাই সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আপনাদের একজন দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলতে চাই। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশ্বব্যাপী এখন অনেক দেশেই একই নিয়ম অনুসরণ করছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার ক্ষেত্রে আউটকাম বেইজড শিক্ষা পদ্ধতি চালু হয়েছে, যা পূর্বের পদ্ধতি থেকে কিছুটা ভিন্ন। তাই একজন নবাগত শিক্ষক হিসেবে আপনাদের প্রয়োজন সেই পদ্ধতি সম্বন্ধে জ্ঞান অর্জন করে নিজেকে তৈরি করা। একজন দক্ষ শিক্ষক হিসেবে ক্লাসে ছাত্রদের কীভাবে পড়াবেন সে বিষয়ে ট্রেনিং অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইকিউএসির উদ্যোগে ধারাবাহিক এই ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছে। আমি আশা করছি, এই ট্রেনিং প্রোগ্রাম থেকে লব্ধ অভিজ্ঞতা আপনারা আপনাদের কর্মজীবনে প্রয়োগ করে বাংলাদেশে জন্য দক্ষ মানব সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়ানো মহানবীর (সা.) শিক্ষা
পরবর্তী নিবন্ধনবীন মেলার সভা