সিডিএফএ রাবেয়া সিরাজ কিশোর ফুটবল লিগের গ্রুপ-‘এ’ থেকে আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। এই গ্রুপ থেকে বাকি দলটি কে হবে তা নিয়ে লড়াইয়ে নেমেছে আলোর ঠিকানা এবং আব্দুস সোবাহান ফুটবল দল। গতকাল শনিবার নিজেদের খেলায় দুটি দলই জয়লাভ করেছে। এর ফলে তিন খেলা শেষে দুই দলের ৬ পয়েন্ট করে জমা হয়েছে। দুটি দলই একটি করে খেলায় পরাজিত হয়েছিল এবং দুটি করে খেলায় জিতেছে। এখন দু’দলের মাঠের লড়াইয়ে ফয়সালা হবে কোন দলটি সেমিতে খেলার সুযোগ পাবে। আগামীকাল ১ আগষ্ট দু’দল গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় পরস্পরের মুখোমুখি হবে।
এম এ আজিজ স্টেডিয়ামে গ্রুপ ‘এ’তে গতকাল দিনের প্রথম খেলায় আব্দুস সোবাহান ফুটবল দল ৩-২ গোলে কল্লোল সংঘ গ্রীণকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ৩-১ গোলে এগিয়েছিল। খেলার শুরুতেই এগিয়ে যায় আব্দুস সোবাহান ফুটবল দল। ৭ মিনিটে আবু মালেক গোল করে দলকে এগিয়ে নেন(১-০)। দু’মিনিট বাদে গোলসংখ্যা দ্বি-গুন করেন আবু মালেক (২-০)। ২১ মিনিটে ১টি গোল পরিশোধ করে দেন কল্লোল সংঘ গ্রীনের মো. ফাহিম (১-২)। তবে আক্রমন অব্যাহত রেখে আব্দুস সোবাহান ফুটবল দল আবারো এগিয়ে যায়। এবার গোল করেন দলের গাজী মোহাম্মদ হোজাইফা (৩-১)। এই স্কোর লাইনে খেলার বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে এসে কল্লোল সংঘ গ্রীণ ভালো প্রতিরোধ গড়ে তোলে। একের পর এক আক্রমনে ব্যতিব্যস্ত করে তোলে আব্দুস সোবাহান রক্ষণভাগকে। এ থেকে একটি গোলও আদায় করে নিতে সক্ষম হয় কল্লোল গ্রীণ। ৫৪ মিনিটে মো. মুনসুর আলী গোল করেন (২-৩)। এরপর সমতা ফিরিয়ে আনতে মরিয়া হয়ে চেষ্টা চালায় তারা। অনেকগুলো আক্রমণ পরিচালনা করে। কিন্তু কাঙ্খিত গোল আর পাওয়া হয়নি কল্লোল গ্রীণের। ফলে পরাজয় বরণ করে মাঠ ছাড়তে হয় তাদের। এবার কল্লোল গ্রীণ প্রথম খেলা জয়ের পর টানা তিন খেলায় পরাস্ত হয়ে লিগ শেষ করেছে। চার খেলা শেষে তাদের পয়েন্ট ৩।
একই গ্রুপে দিনের দ্বিতীয় খেলায় আলোর ঠিকানা ৭-০ গোলে বিধ্বস্ত করেছে চান্দগাঁও স্পোর্টিং ক্লাবকে। আগের খেলায় তারা আব্দুস সোবাহান ফুটবল দলের কাছে ৬-০ গোলে হেরেছিল। নিজেদের তিনটি খেলাতেই হার মেনেছে চান্দগাঁও স্পোর্টিং ক্লাব। গতকাল খেলার শুরু থেকেই আলোর ঠিকানা ‘গোল প্র্যাক্টিস’ শুরু করে। তুলনামুলক ছোটখাটো গড়নের চান্দগাঁও স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা তাদের সাধ্যমত চেষ্টা করে। কিন্তু কুলিয়ে উঠতে পারেনি। খেলার ৪ মিনিট থেকেই গোল দেওয়া শুরু করে আলোর ঠিকানা। খেলার প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়েছিল তারা। দ্বিতীয়ার্ধে আরো ৪টি গোল করে আলোর ঠিকানা। দলের পক্ষে কে এম মুনতাজির নোমান, মো. মিজবাহ রহমান এবং মো. জিচান আলম প্রত্যেকেই ২টি করে গোল করেন। ১টি গোল করেন জাহেদুল ইসলাম।
খেলার ৭০ মিনিটে আক্রমনে উঠেছিল চান্দগাঁও স্পোর্টিং ক্লাব। পুরো খেলায় গুটি কয়েক আক্রমনই গড়ে তারা। ঐ আক্রমণে একটা নিশ্চিত গোলের সুযোগ পায় চান্দগাঁও। কিন্তু বক্সের ভেতর হাত দিয়ে বল ধরে সে আক্রমন ঠোকানোর চেষ্টা করেন আলোর ঠিকানার মো. জিচান আলম। রেফারী এ অপরাধে তাকে লাল কার্ড দেখান এবং চান্দগাঁওয়ের পক্ষে পেনাল্টি দেন। কিন্তু তাদের দুর্ভাগ্য দলের মো. নাঈম উদ্দিন পেনাল্টি শটে গোল করতে পারেননি। একটি নিশ্চিত সুযোগ পেয়েও করতে ব্যর্থ হন তিনি। তার নেওয়া শটটি গোলকিপারের কাছে চলে যায়। তিন খেলা শেষে চান্দগাঁও কোন পয়েন্ট পায়নি।
আজ কিশোর ফুটবল লিগের ‘বি’ গ্রুপে দুটি খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ২.৩০টায় প্রথম খেলায় অংশ নেবে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ এবং বাংলাদেশ রেলওয়ে এস এ। বিকাল ৪টায় দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি এবং ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।