সেমি-ফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৯:১২ পূর্বাহ্ণ

আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের গ্রুপ সেরা হওয়া নির্ভর করছিল মালদ্বীপভুটান ম্যাচের উপর। ম্যাচটি ড্র হওয়ায় ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সাফ অনূর্ধ্ব১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়েছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ মালদ্বীপ। তলানিতে থেকে ছিটকে গেছে ভুটান। দিনের অন্য ম্যাচে ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে নেপালকে ৪০ গোলে হারিয়েছে ভারত। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ নেপাল। আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও মালদ্বীপ।

পূর্ববর্তী নিবন্ধআব্দুস সোবহান ফুটবল একাডেমি ফাইনালে প্রটেস্ট করেছে আনোয়ারা একাডেমি
পরবর্তী নিবন্ধ৬ কোটি রুপিতে আইপিএলে মোস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে