সেবার ব্রত নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারাই প্রকৃত মানবতা

সমাবেশে সাবেক মেয়র মনজুর আলম

| শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, সেবার ব্রত নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারাই প্রকৃত মানবতা। তিনি বলেন, আমাদের উপার্জিত অর্থের এক তৃতীয়াংশ মানবসেবায় ব্যয় করে থাকি। তিনি বলেন, মানবসেবাকে আমরা এবাদতের অংশ মনে করি।

গতকাল বাদ জুমা এইচএম ভবন অডিটরিয়ামে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত মানবসেবা কর্মসূচির আওতায় সমাজের অতি বঞ্চিতদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলমের সভাপতিত্বে সমাবেশে ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ বাদশা আলম বক্তব্য রাখেন। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (.) জামে মসজিদের খতিব মাওলানা ছৈয়দ মোহাম্মদ ইউনুচ রজভী। পরে সাবেক মেয়র এম. মনজুর আলম উপস্থিত সকলকে তৈরী খাদ্য পরিবেশন করেন এবং অর্থ সহায়তা তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ ও র‌্যালি
পরবর্তী নিবন্ধসন্দ্বীপ উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ