নগরীর রেডিসন ব্লু মেজবান বল রুমে জাঁকঝমকপূর্ণভাবে লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিট এর প্রথম চার্টার অ্যানিভারসারি পালন করা হয়।
গত বুধবার রাতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন এম এন ছাফা। এসময় দৈনিক আজাদী সম্পাদক ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক সাংবাদিকতায় ২১শে পদকে ভূষিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেবার জগতে এম এ মালেক অনুকরণীয় দৃষ্টান্ত। সেবা, সাংবাদিকতা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে এম এ মালেক চট্টগ্রামের অপ্রতিদ্বন্দ্বী বাতিঘরে পরিণত হয়েছেন। এমন ব্যক্তিত্ব বর্তমান সমাজে বিরল। তিনি লায়নিজমের অহংকার। এ সময় মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন সুকান্ত ভট্টাচার্য। সম্মানিত অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, জেলা সচিব লায়ন আশরাফুল আলম আরজু, ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকী।
বক্তব্য রাখেন সাবেক জেলা গর্ভনর লায়ন এস এম শামসুদ্দিন আহমেদ, লায়ন সেতারা গাফফার, লায়ন মনির আহমেদ চৌধুরী, লায়ন কামরুজ্জামান লিটন, লায়ন ইফতেখার হোসেন খান চৌধুরী, লায়ন শওকত হাসান, লায়ন আহসান, লায়ন মোহাম্মদ মুছা, লায়ন মো. নিজাম উদ্দিন, লায়ন আহমদ মিয়া, লায়ন জিল্লুর রহমান, লায়ন নাজমুল হুদা, লায়ন নুরুল আকবর কাজল, লায়ন মোহাম্মদ জাহেদ।
এসময় লায়ন্স জেলার প্রাক্তন জেলা গর্ভনর লায়ন কামরুন মালেকসহ লায়ন্স জেলার প্রাক্তন গভর্নরবৃন্দ, জেলা লায়ন ও লিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যান্সার আক্রান্ত রোগীকে অনুদান প্রদানের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।