‘মানবতায় মানবসেবায়’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের অক্টোবর সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তন জেলা গভর্নর ফোরামের সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক বলেন, লায়ন্সের কার্যক্রমে ‘আমরাই মুখ্য, ‘আমি’র কোনো স্থান এখানে নেই। সেবাদানে তাই সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাও সেতুঙকে উদ্ধৃত করে লায়ন এম এ মালেক আরো বলেন, আমরা সকল লায়ন যদি আমাদের দুটো হাতের একটিকে জীবিকা উপার্জনের জন্য লাগিয়ে অন্য হাতটি মানবসেবার কাজে সমপ্রদান করি তাহলে অসংখ্য ভাগ্যাহত হতদরিদ্র মানুষ উপকৃত হবেন।
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সেক্রেটারি লায়ন বাবুল কান্তি লালার সঞ্চালনায় ক্লাব প্রেসিডেন্ট লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্বে গত শুক্রবার অক্টোবর সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিটাগং লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারপার্সন ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক। বক্তব্য দেন, জেলা এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মোসলেহ উদ্দিন খান, রিজিওন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন রাজিব সিনহা, রিজিওন চেয়ারপার্সন ও লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, জোন চেয়ারপার্সন ও ক্লাবের লিও অ্যাডভাইজার লায়ন নিশাত ইমরান, জোন চেয়ারপার্সন লায়ন সাধন কুমার ধর, ক্লাবের সার্ভিস একটিভিটিস চেয়ারপার্সন লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিন, ক্লাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন সোহেল খান, চতুর্থ ভাইস প্রেসিডেন্ট লায়ন শহীদুল ইসলাম টিটু, ট্রেজারার লায়ন রেবেকা নাসরিন, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, টেইল টুইস্টার লায়ন মোহাম্মদ আইয়ুব, ডিরেক্টর লায়ন বাসুদেব সিনহা, লায়ন শামীম আরা লুসি।
অংশগ্রহণ করেন লায়ন্স জেলা ৩১৫ বি৪, বাংলাদেশেরর রিজিওন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন ইসমাইল চৌধুরী, রিজিওন চেয়ারপার্সন লায়ন এস কে পালিত, সদ্যপ্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আবু নাসের রনি, ডিরেক্টর লায়ন অনুপম মজুমদার, লায়ন জিয়াউল কবির সোহেল, লিও জেলা প্রেসিডেন্ট লিও আফিফা ইসলাম, ডিস্ট্রিক্ট ট্রেজারার ইসমাইল আলভি, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও শাহরিয়ার কবির, ডিরেক্টর আবদুল্লাহ আলী হাসান, ভাইস প্রেসিডেন্ট লিও অদিতি বড়ুয়া ও লিও শেখ মুনতাসির, লিও শাহাদাৎ হোসেন সাইফ , লিও জুয়েল, লিও মাহমুদুন নবী, লিও মোরতাজা, লিও মাহফুজ, লিও দিয়া, লিও প্রিয়ন্তী, লিও কাশফিয়া, লিও তাসলিমা, লিও রনি, লিও শাকিল, লিও সাকিব, লিও মোমেন, লিও রাশেদ, লিও এহসান, লিও তুর্য, লিও মাহমুদ, লিও শামসুল প্রমুখ।
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান, গরীব অসহায় ও পথশিশুদের মাঝে রান্না করা খাদ্য বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার প্রদান এবং ফেলোশীপ মিটিংয়ের মাধ্যমে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের অক্টোবর সার্ভিসের প্রথমদিনের কার্যক্রম সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।