সেবক আসে যায়; কাটে না আমাদের দুর্দশা

| বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:০৪ পূর্বাহ্ণ

মেয়র আসে মেয়র যায়, ১০ মিনিটের বৃষ্টিতে চট্টগ্রামের রাস্তা ঘাট তলিয়ে যায়। জমিদার যদি বিল্ডিং এ না থাকে তাহলে বিল্ডিং এর যেমন দুর্দশা হয়। তেমনি মন্ত্রীর সংসদীয় এলাকায় মন্ত্রী না থাকায় এলাকার বেহাল দশা। জলাবদ্ধতা নিরসনের নামে জলাবদ্ধতা সৃষ্টি করা চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজ?

জনগণের দুর্ভোগ কখনো তাদের চোখে দেখবে না, নির্বাচনী ইশতিহারে আশ্বাসের ফুলঝুরি। নগরপিতা, ওয়ার্ড সেবক দিনশেষে তারাই জনগণের গলার কাটা। দ্রুত প্রকল্প বৈরি বর্ষার পূর্বে সমাধান চাই।

অন্যথা জনগণ ফুঁসে উঠবে।

সাজ্জাদুর রহমান সাব্বির

শিক্ষার্থী,

ইউএসটিসি, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরুদ্র মুহম্মদ শহিদুল্লাহ : কবি ও গীতিকার
পরবর্তী নিবন্ধচারিদিকে প্লাস্টিক আর প্লাস্টিক