বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে নির্মাতা নূরুল আলম আতিকের চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’, সেন্সর ছাড়পত্র পাওয়াসাপেক্ষে চলতি বছরের বিজয় দিবসে কিংবা আগামী বছরের স্বাধীনতা দিবসে সিনেমাটি হলে মুক্তির পরিকল্পনার কথা জানালেন পরিচালক। খবর বিডিনিউজের।
২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধের গল্পের এ সিনেমা পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন আতিক। নানা চড়াই-উৎরাই পেরিয়ে সিনেমার শুটিং শেষ করে অক্টোবরের প্রথম সপ্তাহে সেন্সর বোর্ডে জমা পড়েছে ‘লাল মোরগের ঝুঁটি’, বৃহস্পতিবার সেন্সর বোর্ডে সিনেমাটির প্রদর্শন চলছে বলে জানান সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক। তিনি জানান, ছবিটি দেখার পর সেন্সরের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
পরিচালক আতিক জানান, সিনেমা মুক্তির বিষয়টি সেন্সর ছাড়পত্রের উপর নির্ভর করছে। ছাড়পত্র পেলে চলতি বছরের ১৬ ডিসেম্বর কিংবা আগামী বছরের ২৬ মার্চ মুক্তির পরিকল্পনা করেছি।
কুষ্টিয়া, টাঙ্গাইল ও গৌরিপুরের বিভিন্ন জায়গায় এই চলচ্চিত্রের শুটিং হয়। পাণ্ডুলিপি কারখানার ব্যানারে এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন,খলিলুর রহমান কাদেরী, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরিপুর এলাকার সাধারণ মানুষ।