সেন্সর ছাড়পত্র মিলেছে, ‘অন্তর্জাল মুক্তির শেষ মুহূর্তের প্রস্তুতি

| শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

দেশের পেক্ষাগৃহে আগামী ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে সাইবার থ্রিলারধর্মী সিনেমা ‘অন্তর্জাল’, ইতোমধ্যে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্রও মিলেছে। ‘অন্তর্জাল’ প্রযোজক মোহাম্মদ আলী হায়দার গ্লিটজকে জানিয়েছেন, শিগগিরিই সংবাদ সম্মেলন করে সিনেমা মুক্তির বিস্তারিত জানাবেন তারা। দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন। হায়দার গ্লিটজকে বলেন, গেল বৃহস্পতিবার আমরা সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি। খবর বিডিনিউজের।

৮ সেপ্টেম্বরে কেবল দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। ২২ সেপ্টেম্বর আমেরিকা ও কানাডায় মুক্তি পাবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য দেশেও মুক্তি পাবে ‘অন্তর্জাল’। অভিনেত্রী মিম সিনেমায় নিশাত নামের একটি চরিত্রে অভিনয় করেছেন । তিনি বলেন, আধুনিক জীবনের গল্প নিয়ে, তরুণ প্রজন্মের গল্প নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’। সিনেমায় আমি থাকছি কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের প্রতিনিধি হিসেবে। সিনেমার গল্প লিখেছেন পরিচালক দীপঙ্কর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক দীপঙ্কর দীপন নিজেই।

সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত সিনেমার প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও। গত কোরবানির ঈদে প্রস্তুতি নিয়েও মুক্তি দেওয়া হয়নি অন্তর্জাল।

পূর্ববর্তী নিবন্ধসাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে সিনেমা বানাচ্ছেন রায়হান রাফি!
পরবর্তী নিবন্ধকোহলির কাছ থেকে অনেক কিছু শিখেছেন বাবর আজম