লায়ন্স জেলা গর্ভনরের এর ডাক ‘মানবতায় মানব সেবায়’ কে সফল করতে এবং লায়ন্স জেলার সেবা কর্ম প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের উদ্যোগে- মেরিডিয়ান গ্রুপের সার্বিক সহযোগিতায় নোয়াখালীর সোনাইমুড়ীর প্রত্যন্ত অঞ্চল কাশীপুর হাই স্কুল মাঠে প্রায় তিন হাজার সুবিধাবঞ্চিত চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
লায়ন কোহিনুর কামালের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা গর্ভনর লায়ন আল সাদাত দোভাষ। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম। তিনি প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের জন্য সেন্ট্রাল লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গর্ভনর লায়ন শামসুদ্দিন আহমদ সিদ্দিকী, প্রাক্তন জেলা গর্ভনর মোহাম্মদ মোস্তাক হোসাইন । উপস্থিত ছিলেন জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন আশরাফুল আলম আরজু, জিএমটি হাসান মাহমুদ চৌধুরী, জয়েন্ট ট্রেজারার লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, ক্যাপ্টেন এম এস ভুইয়া, লায়ন নুরুল আলম, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন ইফতেখার হোসাইন খান, লায়ন মনির আহমেদ, লায়ন এস এম কামাল পাশা, লায়ন আশরাফ উল্লাহ, এডভোকেট নুরুল ইসলাম, লায়ন মোঃ শফিকুল ইসলাম, লায়ন মহসিন সিদ্দিকী, লায়ন বদিউর রহমান, লায়ন এস এম আবদুল আজিজ, লায়ন মোহাম্মদ হোসেন রানা, লায়ন নবিউল হক সুমন, লায়ন মোহাম্মদ মুসা, লায়ন মাঈন উদ্দিন জিলাল, লায়ন সাইফুল ইসলাম, লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী, লায়ন মামুনুর রশীদ, লায়ন আবু নাসের রনি, লায়ন আনিসুর রহমান, লায়ন কাজী আশিক ই ওয়াহিদ, ক্লাব প্রেসিডেন্ট ফাতেমা ইসমত আরা চৌধুরী, ক্লাব সেক্রেটারী এস এম জোবায়ের, লায়ন নুর উল্লাহ জাভেদ, লায়ন ফজলুর রহমান অপু, লিও ইরফান মোস্তফা, লিও দীপ্ত দে, লিও জায়েদ হোসাইন, লিও মেহেদী হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।