সেন্টমার্টিনে ২ কেজি আইস ও বিদেশি মদসহ ৭ মাদক কারবারি আটক

| বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:১৪ অপরাহ্ণ

টেকনাফের সেন্টমার্টিন থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস ও বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসময় ৭ জন মাদক কারবারিকে আটক করা হয়। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ৩ টার দিকে এই অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ হতে আনুমানিক ০১ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বাংলাদেশ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মায়ানমার সমুদ্র এলাকা হতে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ সমুদ্র এলাকায় প্রবেশ করে।

কোস্টগার্ড অভিযানিক দল বোটটিকে থামার সংকেত দিলে অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেস্টা করে। এসময় কোস্টগার্ড বোটটি জব্দ করতে সক্ষম হয়। পরে বোটটি তল্লাশী করে ৮৩ বোতল বিদেশি মদ ও ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) নিয়ে ৭ জন মাদক চোরাচালানকারীকে আটক করা হয়।

জব্দকৃত বিদেশী মদ ও ক্রিস্টাল মেথ (আইস) সহ আটক মাদক চোরাচালানকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচসিকের সেই ঝুলন কুমারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত
পরবর্তী নিবন্ধনগরীর প্রবর্ত‌ক মোড়ে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির লাশ