সেন্টমার্টিনে পানির পাত্রে পড়ে শিশুর মৃত্যু

| সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

সেন্টমার্টিনে বাড়ির সামনে টিউবওয়েলের রাখা পানিভর্তি পাত্রে পড়ে মারিয়া খাতুন () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিনের পূর্বপাড়ার সলিম উল্লাহ ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটেছে। মারিয়া কিশোরগঞ্জের দরবারপুরে বাসিন্দা বুলবুল আহমেদের মেয়ে। তার বাবা দ্বীপে ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।

তিনি জানান, টিউবওয়েলের পানি জমা রাখতে একটি বড় পাত্র রাখা ছিল। পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি পাত্রে পড়ে যায়। কিছুক্ষণ পরে হঠাৎ করে নজরে পড়লে শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তার বাবা বুলবুল। এসময় কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. রাগিব তানজুম শিশুটিকে নিজের মোটরসাইকেলে করে সেন্টমার্টিন হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। সেন্টমার্টিন ২০ শষ্যা হাসপাতালের চিকিৎসক নাঈমুর রহমান বলেন, হাসপাতালে আনার আগে শিশুটি মারা গেছে। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সুদীপ্ত ভট্টাচার্য জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া পর শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুর মরদেহ উখিয়া উপজেলার বালুখালীস্থ তার নানাবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে শিশুর দাফনের করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশিকলবাহা থেকে চার মাদক কারবারি আটক
পরবর্তী নিবন্ধবাঁশখালী গার্লস ডিগ্রী কলেজে নবীন বরণ