সেন্টমার্টিনে নৌবাহিনীর শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা ক্যাম্প

| শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৫:৩২ পূর্বাহ্ণ

কক্সবাজারের সেন্টমার্টিনে দ্বীপে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দ্বীপবাসীদের জন্য চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌপরিবার কল্যাণ সংঘের পক্ষ হতে কমান্ডার বিএন ফ্লিটের ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার বানৌজা প্রত্যয় কর্তৃক সেন্টমাটিনের নৌবাহিনী ফরওয়ার্ড বেইজ সংলগ্ন এলাকায় বসবাসকারী সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র ২৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পাশাপাশি ঐ জাহাজের মেডিকেল টিম কর্তৃক স্থানীয় বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পেইনে দ্বীপের বিভিন্ন বয়সের শিশু, নারীপুরুষরা চিকিৎসা সেবা গ্রহণ করে। এছাড়াও তাদের মাঝে বিনামূল্যে ওষুধ সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিনের স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষাসহ যে কোনো সহায়তায় নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজয় ’৭১ এর নতুন কমিটি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হেফাজতের বিক্ষোভ মিছিল