সেন্টমার্টিন সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত দুই ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ অংশের হলবনিয়া নামক স্থানে সমুদ্র সৈকত থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। মৃতদেহ দুটির মধ্যে একজনের বয়স আনুমানিক ৩৫ বছর ও অন্যজনের বয়স ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, জোয়ারের পানিতে হলবনিয়া এলাকার সৈকতে সকাল সাতটার দিকে ভেসে আসে দুজনের অর্ধগলিত মৃতদেহ। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা মৃতদেহ দুটি উদ্ধার করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, শুক্রবার সকালে জোয়ারের সময় অর্ধগলিত দুইটি মৃতদেহ ভেসে আসে। তবে মৃতদেহের পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সমুদ্রে কোনো দুর্ঘটনার কবলে পড়েছিল। মরদেহ দুটির ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ সংরক্ষণ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।