চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনগামী বিলাসবহুল বে ওয়ান ক্রুজের ইঞ্জিনে আগুন লেগেছে। ফলে মাঝপথে নোঙর করেছে জাহাজটি। এতে যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ও ভীতি তৈরি হয়। গত রাত তিনটায় এ রিপোর্ট লেখার সময় জাহাজটিকে চট্টগ্রামে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয় বলে জানা গেছে। সূত্র জানায়, জাহাজটিতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পরিবার পরিজনসহ কয়েকশ যাত্রী রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২.৩০ মিনিটে জাহাজের ইঞ্জিনে আগুন লাগে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রন আনা হলেও যীত্রীদের মাঝে আতংক সৃষ্টি হয়।
বিকেইমইএ পরিচালক মীর্জা আকবর আলী চৌধুরী বলেন, রাত সোয়া ১০টায় পতেঙ্গা থেকে জাহাজটি ছেড়ে আসে। রাত সোয়া ১২টার দিকে আমরা কেবিন থেকে ধোঁয়ার গন্ধ পেয়ে বের হই। ছাদে গিয়ে প্রচুর ধোঁয়া দেখলাম। তখন আতঙ্কে যাত্রীরা হুড়োহুড়ি করছিল। তিনি আরও বলেন, দুই ঘন্টা চলার পর যে স্থানে আসার কথা আমরা সেখানেই আছি। রাতের আঁধার হওয়ায় লোকেশনটা আমরা বুঝতে পারছি না। জাহাজের যাত্রীদের সবাই লাইফ জ্যাকেট পরে অপেক্ষায় আছে। যাত্রীদের অভিযোগ, জাহাজের ইঞ্জিনরুমের আগুনের বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ শুরু থেকে লুকোচুরি করেছে। তারা কোস্ট গার্ড বা কোন সংস্থার সহায়তা চায়নি। ফলে পর্যটকদের মনে ভীতি তৈরি হয়।এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য মালিক পক্ষের মুঠোফোনে ফোন করেও সংযোগ পাওয়া যায়নি।