সেন্টমার্টিন ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

কোস্টগার্ডের সাথে সংঘর্ষ

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

সেন্টমার্টিনে কোস্টগার্ডের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে কোস্টগার্ড। মামলায় ২৯ জনের নামোল্লেখ করে ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। গত শনিবার টেকনাফ মডেল থানায় কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. কর্নেল অনিক মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে বলেন, সেন্টমার্টিনে সংঘর্ষের ঘটনায় শনিবার একটি মামলা রেকর্ড করা হয়েছে। সেই মামলার তদন্তভার দেওয়া হয়েছে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাতেনকে। তিনি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গেল ২৪ জুলাই সেন্টমার্টিনে ট্রলার ডুবির ঘটনাকে কেন্দ্র করে কোস্ট গার্ডের ও স্থানীয় বাসিন্দাদের সাথে সংঘর্ষ হয়। এতে কোস্ট গার্ডের স্টেশন কমান্ডারসহ ৫ জন আহত হয়। সময় তাদের বেশকিছু সরকারি মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৯ নং ওয়ার্ড দক্ষিণ পাড়ার ফয়সালকে ১ নং আসামি করে সেন্টমার্টিন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ কে ২ নং আসামি এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমানকে ৩ নং আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করে এবং ৩০০/৩৫০ জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করে কোস্ট গার্ড।

পূর্ববর্তী নিবন্ধসহিংসতার দায়ে গ্রেপ্তার দুষ্কৃতিদের জন্য তদবির করলে সাংগঠনিক ব্যবস্থা
পরবর্তী নিবন্ধদেশি ডকুমেন্টের বিদেশে সত্যায়ন করা লাগবে না