সেন্ট স্কলাসটিকাস স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

সচেতন অভিভাবকদের উদ্যোগ

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১:০৭ অপরাহ্ণ

সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল থেকে এসএসসি ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার সচেতন অভিভাবকবৃন্দের ব্যানারে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক শহীদুল্লাহ শাহরিয়ার। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার বিজয় চৌধুরী ও অ্যাডভোকেট নাজমুল হক। মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং মইনুদ্দিন হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সঞ্জয় সিকদার, সানজিদা মুনতাহা, মিলি হিলারি, লিটন মহাজন, মোহাম্মদ মঞ্জু, মোহাম্মদ তারেক, দিদারুল আলম ও বিপ্রা চৌধুরী। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর হাতে কৃতিত্বের স্বাক্ষর স্বরূপ ক্রেস্ট তুলে দেয়া হয়।বক্তারা বলেন, মাধ্যমিক ধাপে অভিভাবকদের ও শিক্ষকদের প্রত্যক্ষ মনিটরিং ও গাইডে শিক্ষার্থীরা ভালো ফল অর্জন করেছে। কলেজে তারা উন্মুক্ত পরিবেশে যাচ্ছে। সেখানে নিজেদের দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি দেশেপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে নথি ব্যবস্থাপনা বিষয়ক ওয়ার্কশপ
পরবর্তী নিবন্ধশিশুদের মাঝে শারদ উপহার বিতরণ