সেন্ট ভিনসেন্টবাসীর জন্য উইলিয়ামসের সাহায্য কামনা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ১১:৫০ পূর্বাহ্ণ

আগ্নেয়গিরির প্রকোপে ধুঁকছেন সেন্ট ভিনসেন্টবাসী। ৪২ বছর থেমে থাকার পর ক্যারিবিয়ান দ্বীপদেশটিতে আবারও ভয়ঙ্করভাবে জেগে উঠেছে আগ্নেয়গিরি। কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল। আকাশে উঠে গেছে ছাই। আগ্নেয়গিরির এলাকা থেকে ইতোমধ্যেই বিশ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। বহু ঘরবাড়ি, ফসল পুরে গেছে। এমন অবস্থায় সেন্ট ভিনসেন্টবাসীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশুদ্ধ খাবার পানি। বিশুদ্ধ খাবার পানির অভাবে দ্বীপটির অনেক বাসিন্দার দিশেহারা হবার জোগার। এই কঠিন পরিস্থিতিতে অসহায় সেন্ট ভিনসেন্টবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন দ্বীপদেশটির তারকা ক্রিকেটার কেসরিক উইলিয়ামস। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এই পেসারের একটি ভিডিও বার্তা পোস্ট করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ভিডিওতে সেন্ট ভিনসেন্টবাসীর জন্য বাংলাদেশসহ সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন উইলিয়ামস। সর্বশেষ ১৯৭৯ সালে বড় ধরনের আগ্নেয়গিরি হয়েছিল সেন্ট ভিনসেন্টে। ১৯০২ সালের আগ্নেয়গিরি ছিল আরও বড়। সেবারের বিস্ফোরণে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধশিরোপা স্বপ্ন এখনো জিইয়ে আছে বার্সার
পরবর্তী নিবন্ধএমন কীর্তি প্রথম গড়ল বাংলাদেশ