সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালা

| মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ বিতর্ক ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী একটি বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসি। বিতর্ক শিক্ষাকে আরও বিস্তৃত ও কার্যকরভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে কর্মশালাটি পরিচালনা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও ‘দৃষ্টি চট্টগ্রাম’এর সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন মুন্না, সেন্ট্রাল পাবলিক কলেজের আইসিটি শিক্ষক ও ‘দৃষ্টি চট্টগ্রাম’এর সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসিফ উদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রাক্তন সদস্য জুনায়েদ মুফরাত। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক, যুক্তি প্রয়োগ ও খণ্ডনের কৌশলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষকেরা বাস্তব উদাহরণ ও হাতেকলমে অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের বিতর্কের নানামাত্রিক দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘দৃষ্টি চট্টগ্রাম’এর উপদেষ্টা বৃজেট ডায়াস, বিতর্ক ক্লাবের আহ্বায়ক শ্রাবণী মুৎসুদ্দি, সহআহ্বায়ক মিশু দত্ত, শিক্ষক অজওয়াল্ড গণজালভেজ, শিক্ষক উদয় শংকর চৌধুরী, শিক্ষক শান্তনু দাশগুপ্ত, শিক্ষক টিটু দত্ত, শিক্ষক অনিন্দ চৌধুরী, শিক্ষক দীপ্তাংশু মজুমদার ও শিক্ষক প্রবাল মজুমদার। আয়োজকরা জানান, বিতর্ক শুধু মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে যুক্তিনির্ভর চিন্তা, নেতৃত্বগুণ এবং মত প্রকাশের সাহস গড়ে তোলে। ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে এমন কর্মশালা কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির অর্থনীতি বিভাগে সেমিনার
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ফ্যাক্ট-চেকিং প্লাটফর্ম রিউমারব্রেকার’র উদ্বোধন