সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুলের শিক্ষার্থী শ্রীমন্তের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন

| শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ১০:০১ পূর্বাহ্ণ

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ তার জন্মলগ্ন থেকে শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়ে আসছে। তাই বছরের শুরু থেকে প্রতিষ্ঠানের প্রতিটি ক্লাবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সার্বক্ষণিক তত্ত্বাবধানের কারণে প্রতিবছর শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে আনে।

তারই ধারাবাহিকতায় এ বছর দশম শ্রেণীর শিক্ষার্থী শ্রীমন্ত দে রাষ্ট্রপতি প্রদত্ত “জাতীয় প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড” অর্জন করেছে। শ্রীমন্তের জাতীয় পর্যায়ের এই সাফল্যে বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসি, উপাধ্যক্ষ ব্রাদার সনেট ফ্রান্সিস রোজারিও সিএসসি এবং সকল শিক্ষককর্মকর্তাকর্মচারীশিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে এবং শ্রীমন্তের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ৩৮ নেতাকর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বিএনপি’র মিছিলে হামলার মামলায় আটক ২