সেনাবাহিনীর কাছে হেরেও সেমির আশা চট্টগ্রামের

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৫ জুন, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ফুবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেল চট্টগ্রাম জেলা দল। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষ কুষ্টিয়া এবং কুমিল্লাকে উড়িয়ে দেওয়া চট্টগ্রাম তৃতীয় ম্যাচে এসে নিজেরাই উড়ে গেল। প্রথম দুই ম্যাচে ৩-০ গোলের জয় পাওয়া চট্টগ্রাম এই ম্যাচে হেরে গেছে ৪-০ গোলে। সেনাবাহিনীর কাছে এই বড় ব্যবধানে হারলেও চট্টগ্রামের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। পরের ম্যাচে সিলেট জেলা দলের বিপক্ষে ন্যুনতম ড্র করলেই সেমিফাইনালে জায়গা করে নেবে চট্টগ্রাম জেলা দল। আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে সিলেটের বিপক্ষে ম্যাচটি।

প্রথম দুই ম্যাচে দারুন নৈপুন্য দেখানো চট্টগ্রাম এই ম্যাচে মোটেও নিজেদের মেলে ধরতে পারেনি। আগের দুটি ম্যাচ বিকেলে খেললেও গতকালের ম্যাচটি খেলতে হয়েছে সকালে। তবে সেনাবাহিনী দুর্দান্ত খেলে জয় তুলে নিয়েছে। এই জয়ের ফলে চার ম্যাচে সেনাবাহিনীর সংগ্রহ ৯ পয়েন্ট। তারা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তিন ম্যাচে চট্টগ্রাম জেলা দলেল পয়েন্ট ৬।

এখন চট্টগ্রাম যদি পরের ম্যাচে জিতে অথবা ড্র করে তাহলে দ্বিতীয় দল হিসেবে এই ভেন্যু থেকে সেমিফাইনালে যেতে পারবে। গতকালের ম্যাচে মোটেও প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি চট্টগ্রাম জেলা দল। ম্যাচের দুই অর্ধে দুটি করে গোল হজম করে চট্টগ্রাম। প্রথমার্ধের একেবারে শেষ দিকে মাত্র এক মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ২-০ গোলে পিছিয়ে পড়ে চট্টগ্রাম জেলা দল। সেই পিছিয়ে পড়া থেকে আর বেরিয়ে আসতে পারেনি তৌহিদুল আলম সিদ্দিকীর শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল হজম করে চট্টগ্রাম জেলা দল। ফলে ৪-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। টানা দুই ম্যাচে বড় জয়ের পর বড় হার। তবুও হতাশ হতে চায় না দলের কোচ ম্যানেজার। ঘুরে দাড়াতে চায় পরের ম্যাচে সিলেটের বিপক্ষে। কারণ এই ম্যাচের উপর নির্ভর করছে চট্টগ্রাম জেলা দলের সেমিফাইনালে যাওয়া না যাওয়া।

তবে ম্যানেজার সালাউদ্দিন জাহেদ বলেন তার দল এই ম্যাচটি ভাল খেলতে পারেনি। এখন শেষ ম্যাচের দিকে তাকিয়ে তারা। এখনো সেমিফাইনালে খেলার আশাবাদী তিনি। শেষ ম্যাচে ঠিকই খেলোয়াড়রা ঘুরে দাড়াবে তেমনটি আশা তার।

পূর্ববর্তী নিবন্ধশেষ পর্যন্ত বাদই পড়তে হলো মোমিনুলকে
পরবর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগে কাজল ও মোহরা একাডেমি জয়ী