সেনাবাহিনী অভিযানে ঈদগাঁওয়ে ধরা পড়ল অবৈধ গরু পাচার চক্র

আনাছুল হক, ঈদগাঁও | মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ৩:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ের কালিরছড়া পাহাড়ি এলাকা থেকে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে গরু পাচারের সময় সেনাবাহিনী অভিযান চালিয়ে ১০টি গরু, একটি ট্রাক এবং ৭ জন পাচারকারীকে আটক করেছে।

২৭ জানুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৪ বীর ব্যাটালিয়ন পরিচালিত অভিযানে এই সফল ব্যবস্থা নেওয়া হয়। অভিযান শেষে জব্দকৃত গরু, ট্রাক এবং আটককৃতদের আইনগত প্রক্রিয়ার পর ৩০ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং চোরাচালান রোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইরানে হামলায় আকাশ-স্থল ও জলপথ ব্যবহার করতে দেবে না আরব আমিরাত