জেনারেলের র্যাংক ব্যাজ পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব নিয়েছেন এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার তিনি জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়। এর আগে একই দিনে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান। খবর বিডিনিউজের।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজিজ আহমেদের কাছ থেকে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পর জেনারেল শফিউদ্দিন ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল নতুন সেনাপ্রধানকে ‘গার্ড অব অনার’ দেয়। এদিকে দায়িত্বভার হস্তান্তরের পর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজকে সামরিক রীতিতে বিদায় জানানো হয় বলে আইএসপিআর জানিয়েছে। তার অবসরের আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ১০ জুন নতুন সেনাপ্রধান হিসেবে এস এম শফিউদ্দিনের নাম ঘোষণা করে।