জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর ঢাকাসহ বিভিন্ন সেনানিবাসে রাজনৈতিক ব্যক্তিসহ নানা শ্রেণী–পেশার মোট ৬২৬ জনকে আশ্রয় দেওয়া হয়েছিল। গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তালিকায় ২৯ নম্ব থেকে ৪৯ নম্বর পর্যন্ত চট্টগ্রামের মোট ২১ জনের নাম রয়েছে। যথাক্রমে এরা হলেন চট্টগ্রামের তৎকালীন ডিভিশনাল কমিশনার তোফায়েল ইসলাম, তৎকালীন সিএমপি কমিশনার সাইফুল ইসলাম, ডিআইজি পুলিশ নুর ই আলম মিনা, রাউজানের ইউএনও অং যাই মারমা, রাউজানের সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াদুল ইসলাম, কনস্টেবল তুহিন ও কনস্টেবল মাহফুজ (দামপাড়া), চট্টগ্রাম পুলিশ লাইনের কনস্টেবল মাহমুদুল, হাটহাজারী থানার কনস্টেবল সাহাবুদ্দিন, তৎকালীন এমপি এম এ লতিফ, মনসুরাবাদ পুলিশ লাইনের কনস্টেবল মেহেদী হাসান, কনস্টেবল সজন দে, হালিশহর পুলিশ লাইনের কনস্টেবল আব্দুল্লাহ আল মাসুম, কনস্টেবল ইব্রাহিম খলিল, খুলশী থানার কনস্টেবল সুবল, পতেঙ্গা থানার সাবেক ওসি মোঃ মাহফুজুর রহমান, হালিশহর থানার এএসআই সুমন, এএসআই শাহাদর, এএসআই সাদেব, হালিশহর থানার কনস্টেবল আবু বক্কর ও কনস্টেবল আবুল বাসেদ।