সেনা নিরাপত্তায় কক্সবাজার ছাড়লেন ৩ হাজার পর্যটক

বাকি এক হাজারকে বিশেষ পাস

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ১:৪৮ অপরাহ্ণ

সেনা নিরাপত্তায় কক্সবাজার ছাড়লেন তিন হাজার পর্যটক। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত তিন ধাপে ৮০টি বাস ও ২০টি মাইক্রোবাস যোগে এসব পর্যটক ঢাকার উদ্দেশে রওনা দেন। এসময় সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তায় ছিলেন বিজিবি ও পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী বলেন, সকাল ৮টা, ৯টা ও ১০টায় তিন ধাপে ৩ হাজার পর্যটককে ১০টি যানবাহন করে ঢাকায় পাঠানো হয়েছে। সেখান থেকে তারা নিজ নিজ গন্তব্যে ফেরেন। আরও এক হাজার পর্যটক কক্সবাজারে আটকে আছে। তাদের আমরা বিশেষ পাস দিচ্ছি। তারা নিজ উদ্যোগে গন্তব্যে ফিরবেন।

তিনদিন আটকে থাকার পর ঢাকায় ফিরে পর্যটক দম্পত্তি নজরুল ইসলাম ও আফরিন আক্তার বলেন, ১৯ জুলাই কক্সবাজারে বেড়াতে আসি আমরা। কিন্তু এখানে এসে কারফিউর বেড়াজালে পড়ে যাই। এটিএম বুথ, বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ব্যাংকিং বন্ধ থাকায় নগদ টাকা নিয়ে আমরা চরম সংকটে পড়ি। অবশেষে ঢাকায় ফিরতে পেরে শান্তি লাগছে।

সকাল ৯টায় বাসে উঠার আগে কলাতলী ডলফিন মোড়ে কথা হয় হবিগঞ্জের আহসান হাবিবের সঙ্গে। তিনি বলেন, কক্সবাজার আসতে সবার আগ্রহ বেশি। কিন্তু এখন কক্সাবাজার ত্যাগ করতে চায় সবাই। আমরা চারদিন ধরে আতঙ্কে ছিলাম। এখন আপাতত চিন্তামুক্ত হলাম।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ বলেন, পর্যটকদের নিরাপত্তা সবার আগে। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। এখনো যারা আটকে আছে তাদের আমরা বিশেষ পাস দিয়ে দিচ্ছি। যাতে তারা নিজ নিজ গন্তব্যে ফিরতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধযাত্রী সংকট, অভ্যন্তরীণ রুটের ৮ ফ্লাইট বাতিল