মহেশখালী–কক্সবাজার নদীপথে যাত্রী হয়রানি বন্ধ ও নৌ দুর্ঘটনা থেকে বাঁচতে মহেশখালী চ্যানেলে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার মহেশখালীতে সেতুর দাবিতে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘মহেশখালী উন্নয়ন পরিষদ’ ও ‘সেতু চাই আন্দোলন মহেশখালী’ নামে দুটি সংগঠনের যৌথ উদ্যোগে দুপুর ২টায় মহেশখালী উপজেলা পরিষদ সংলগ্ন বটতলা হতে মিছিল বের হয়ে তা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বটতলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহেশখালী উন্নয়ন পরিষদের সভাপতি মাওলানা ইউনুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদুল আলম দেওয়ানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি এম আজিজুর রহমান বিএ। প্রধান বক্তা ছিলেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি ও সেতু চাই আন্দোলন মহেশখালীর টিম লিডার মাহাবুব রোকন। বক্তব্য রাখেন বৃহত্তর গোরকঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামশুল আলম, মহেশখালী দুর্নীতির দমন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ ফিরোজ খাঁন, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম বিএ, মহেশখালী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র পূর্ণ চন্দ্র দে, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর পারভেজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজেদুল করিম। এসময় বক্তারা বলেন, মহেশখালী–কক্সবাজার নৌ–রুটে নিরাপদ পারাপারে সেতু নির্মাণ করতে হবে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন চালিত নৌকা চলাচল বন্ধ, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালক দিয়ে নৌযান চালাচল নিশ্চিতকরণ, রাতে চলাচল করা বোটগুলোতে সিগন্যাল লাইট স্থাপন, উভয় পয়েন্টে ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অতিরিক্ত টোল আদায় বন্ধ, টোল আদায়ের রশিদ প্রদান, সেতু স্থাপন বিলম্ব হলে ফেরির ব্যবস্থা এবং যাত্রীদের নিরাপত্তা প্রদানে নৌ পুলিশের টহল জোরদার করতে হবে। পাশাপাশি নৌ দুর্ঘটনায় ঘটলে দ্রুত উদ্ধার এবং ঘাটে স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।