সেগুনবাগান তা’লীমুল কোরআন কমপ্লেক্সের সেমিনার

| রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৫:০৪ পূর্বাহ্ণ

নগরীর খুলশী সেগুনবাগান তা’লীমুল কোরআন কমপ্লেক্সের তত্ত্বাবধানে ‘নৈতিকতা অর্জনে দ্বীনি শিক্ষার অবদান’ শীর্ষক সেমিনার গতকাল শনিবার কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালেদ হোসেনের সন্তান, চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির লেকচারার নাঈম আহসান তালহা। তিনি বলেন, নৈতিকতা অর্জনে দ্বীনি শিক্ষার বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সভাপতি জান্নাতুল ইসলাম, দারুল হেদায়া মাদরাসার পরিচালক আল্লামা আজিজুল হক আল মাদানী, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এস কে খোদা তোতন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য সেলিম পাটোয়ারী, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার প্রিন্সিপল আল্লামা সলিমুল্লাহ, জিরি মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শোয়াইব, প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন চট্টগ্রামের মহাসচিব মীর মুহাম্মদ ইউসুফ ছানুভী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, চ্যানেল কর্ণফুলীর চেয়ারম্যান আব্দুল আজিজ ও ব্যবসায়ী মাওলানা আল তামিম হেলাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা বৈদিক পরিষদের অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধআসুন, সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে তৈরি করি