“সব সময় বিপন্ন মানুষের পাশে”– এই স্লোগানে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেইভ দ্যা হাঙ্গার পিপলের আয়োজনে নগরীর পশ্চিম খুলশীতে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয় কেন্দ্র “উপলব্ধি” তে অবস্থানরত শিশুদের জন্য উন্নতমানের খাবার ও নতুন পোশাক বিতরণ করা হয়।
এ উপলক্ষে গতকাল দুপুরে সেইভ দ্যা হাঙ্গার পিপলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবদুল নুরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই আয়োজন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন উদ্যোগ সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনকে উৎসাহিত করবে। সেইভ দ্যা হাঙ্গার পিপলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবদুল নুর তাঁর বক্তব্যে এ ধরণের উদ্যোগ ভবিষতে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেইভ দ্যা হাঙ্গার পিপল এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোঃ সোহেল হক, সেন্টার ম্যানেজার শেলী রক্ষিত, সমাজসেবক জালাল আহমদ দুলাল, মোঃ জাহাঙ্গীর আলম, শহিদুল হক বাবলু, মোহাম্মদ আজম খান, মোঃ সুমন চৌধুরী, গোবিন্দ দত্ত।
শেষে কেন্দ্রে অবস্থানরত ৭২ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও নতুন পোশাক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।