কোটাবিরোধী আন্দোলনকে অবলম্বন করে জামায়াত–বিএনপি সহিংসতায় নিহতদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে গতকাল শুক্রবার বা’দ জুমা বহদ্দারহাট শাহী জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
কোটা আন্দোলনে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় করে দোয়া করা হয়। মাহফিলে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন। এছাড়াও কোটা বিরোধী আন্দোলনে মুরাদপুরে সহিংসতায় নিহত ফার্নিচার মিস্ত্রি ফারুকের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান এবং তার সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেন মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।