‘সেই তুমি কে’, মনের কথা গানে বললেন তাহসান

| বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

তারকা কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। দুই বছর আগে একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন। সেখানে জিঙ্গেল আকারে কিছু লাইনও গেয়েছিলেন তিনি। লাইনগুলো তখন দর্শকমহলে বেশ সাড়াও পেয়েছিল।
সেই লাইনগুলোকে এবার পূর্ণাঙ্গ আকার দিয়ে ‘সেই তুমি কে’ শিরোনামের গান নিয়ে এসেছেন তাহসান। গানটির কথা লিখেছেন তিনি নিজেই। সুর করেছেন তাহসান ও সাজিদ সরকার যৌথভাবে। সংগীতায়োজন করেছেন সাজিদ। খবর বাংলানিউজের।
গানটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘সেই তুমি কে’ নিয়ে প্রায় তিন বছর কাজ করেছি। আগেই করার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়। অবশেষে কাজটি শেষ করতে পেরেছি। ‘সেই তুমি কে’ গানের কথা লেখার পেছনের গল্প জানিয়ে তাহসান বলেন, গানটি একেবারেই আমার নিজের জন্য লেখা। গানের কথা শুনলেই সবাই বুঝতে পারবে-এখানে আমি আমার ব্যক্তিগত কথা বলছি, একজন নিজের মানুষ খুঁজছি হয়তো। সেই মানুষটার জন্য গানটা লেখা। গত সোমবার গানটি ভিডিও আকারে প্রকাশ হয়েছে। প্রেক্ষাগৃহের ব্যানারে এটি নির্মাণ করছেন শাহরিয়ার পলক।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসাধীন রনি ফিরলেন শুটিংয়ে
পরবর্তী নিবন্ধপ্রশংসিত সুনেরাহ