সেই ইলিশ নিলামে বিক্রি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

নিষিদ্ধ সময়ে মজুদ করার অপরাধে র‌্যাবের হাতে ধরা পড়া চৌদ্দ ট্রাক ইলিশ গতকাল সাত লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে হালিশহর থানায় দেয়া ১১ হাজার সাতশ’ কেজি ইলিশের দাম ৯২ লাখ টাকা উল্লেখ করা হলেও গতকাল তা নিলামে মাত্র ৭ লাখ টাকায় বিক্রি করা হয়।
পুলিশ ও আদালত সূত্র জানায়, নিষিদ্ধ সময়ে মজুদের অপরাধে র‌্যাবের একটি দল সাবেক এক কাউন্সিলরের পুত্র সাইফুলের কাছ থেকে ১১ হাজার ৭শ’ কেজি ইলিশ জব্দ করে। ১৪টি ট্রাক বোঝাই করে এসব ইলিশ হালিশহর থানায় জমা দেয়া হয়। একই সাথে র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়। মামলায় জব্দকৃত ইলিশের মূল্য ৯২ লাখ টাকা বলে উল্লেখ করা হয়। গতকাল পুলিশ উক্ত সাইফুল ও ১৪ ট্রাক ইলিশ আদালতে উপস্থাপন করে নিলামে বিক্রির আবেদন জানায়। আদালত মাছগুলোর ব্যাপারে একটি প্রতিবেদন দেয়ার জন্য জেলা মৎস্য অধিদপ্তরকে নির্দেশ প্রদান করেন। মৎস্য অধিদপ্তর ট্রাকে থাকা মাছের পরিমাণ আনুমানিক ৭ টনের মতো হবে বলে উল্লেখ করে জানায় যে, এতে অর্ধেক মাছ নষ্ট এবং বাকি অর্ধেক ভালো। আদালতে নিলামের নির্দেশ দিলে মাছগুলো সাত লাখ টাকায় বিক্রি করা হয়।
হালিশহর থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী নিলামে মাছগুলো সাত লাখ টাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে
পরবর্তী নিবন্ধ২৪ ইউপিতে বিদ্রোহী আতংক