সেই আইনজীবীকে শোকজ সমিতির, ৭ দিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ

মামলার নথি থেকে চেক গায়েব

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত থেকে একটি সিআর মামলার নথিতে থাকা ২৭ কোটি ৯৭ হাজার টাকার একটি চেক গায়েবের ঘটনায় জুবায়ের মো. আওরঙ্গজেব নামের এক আইনজীবীকে শোকজ করেছে জেলা আইনজীবী সমিতি। আগামী ৭ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকালে এ শোকজ করা হয়। সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনজীবীকে শোকজ করা হয়েছে। এর মধ্যে সমিতির পক্ষ থেকেও তদন্ত করে দেখা হবে। এছাড়া সংশ্লিষ্ট আদালতের পেশকারের স্টেটমেন্টও নেয়া হবে। এরপর সবকিছু বিচার পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র হাতে মহড়া ফাঁকা গুলি
পরবর্তী নিবন্ধমাথাপিছু বৈদেশিক ঋণ ২৪ হাজার ৮৯০ টাকা