সেই অয়েল ট্যাংকারের ধাক্কা, এবার ডুবল লবণবাহী বোট

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে “এমবি হাজেরা” নামের লবণবাহী একটি কাঠবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটে। গত সোমবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে সদরঘাট জুটর‌্যালি ঘাটের সন্নিকটে নদীতে “এমটি মিগ হৃদয়-১” নামের একটি খালি ওয়েল ট্যাংকারের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এর আগে গত ২১ জুন রাতে একই স্থানে একই জাহাজের সাথে ধাক্কায় “এমভি রুহুল আমিন খান” নামের আরেকটি পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবে গিয়েছিল। ওই দুর্ঘটনার পর থেকে জাহাজটি একই স্থানে অবস্থান করছিল বলে জানিয়েছে সদরঘাট নৌ-পুলিশ। তবে মঙ্গলবার দুপুরে ডুবুরিরা দুর্ঘটনাস্থলে নেমে বোটটির হদিস পায়নি। ভাটার কারণে বোটটি স্রোতের টানে নিচের দিকে চলে যেতে পারে ধারণা পুলিশের।
সদরঘাট নৌ-পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান দৈনিক আজাদীকে বলেন, ‘ সোমবার রাতে জুটর‌্যালি ঘাটে আগের সেই একই ট্যাংকারের (এমটি মিগ হৃদয়-১) সাথে ধাক্কা লেগে এমবি হাজেরা নামের এক লবনবাহী বোট ডুবে গেছে। তবে বোটের মাঝিমাল্লারা অন্য নৌকার সহায়তায় নিরাপদে ফিরেছে। দুর্ঘটনার আগেই বোটটি লবণ খালাস করে ঘাট থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে দুর্ঘটনায় পড়ে। গতকাল মঙ্গলবার দুপুরে বোটটির মালিক ডুবুরি নামিয়ে এটির হদিস পায়নি। খুব সম্ভব স্রোতের টানে নিচের দিকে চলে গেছে।’

পূর্ববর্তী নিবন্ধকর্মস্থল ত্যাগ করা যাবে না, সরকারি দাপ্তরিক কাজ ভার্চুুয়ালি
পরবর্তী নিবন্ধচেনা রূপে চাক্তাই-খাতুনগঞ্জ