সৃষ্টিশীল মানুষের মৃত্যু হয় না

নির্মাতা সেলিম নাশিন স্মৃতিসভায় বক্তারা

| সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৭:১৮ পূর্বাহ্ণ

অকাল প্রয়াত নাটক ও তথ্যচিত্র নির্মাতা সেলিম নাশিন স্মরণে সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ ও উচ্চারক আবৃত্তি কুঞ্জ আয়োজিত স্মৃতিসভায় বক্তারা বলেছেন, সৃষ্টিশীল মানুষের মৃত্যু হয় না। তারা বেঁচে থাকেন তাদের কর্মে ও সৃজনশীলতায়। তেমনি সেলিম নাশিনদের মতো বহুমুখী প্রতিভার সৃজনশীল মানুষের কখনো মৃত্যু হয় না। নির্লোভ এই মানুষগুলো শুধু সমাজ ও দেশকে দিয়েই যান, নিজের জন্য বা পরিবার-পরিজনদের জন্য কিছুই রেখে যান না। গত ১ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে সেলিম নাশিন স্মরণে এই স্মৃতিসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন ও বাউলতাত্ত্বিক স্বপন মজুমদার, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী ও মজুমদার বিপ্লব। স্বাগত বক্তব্য রাখেন চবি শিক্ষক সুবীর মহাজন। নির্মাতা হিমেল ইসহাকের সভাপতিত্বে ও উচ্চারক সভাপতি ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, সংগীতশিল্পী তসলিম চৌধুরী কাজল, সাংবাদিক দেবদুলাল ভৌমিক, সমাজকর্মী খনরঞ্জন রায়, পরিবেশবিদ ড. গোলাম মাহাবুব সরওয়ার, সংগীতশিল্পী ফজলুল হক মানিক, শাহনাজ শেলী, সমাজকর্মী রেজাউল করিম ভুট্টু, তসলিম উদ্দিন আনন্দ, নৃত্যশিল্পী অনন্য বড়ুয়া, বাংলাদেশ ডিবেট একাডেমির চেয়ারম্যান কবির হোসেন শিশির, সংবাদ উপস্থাপক হিমাদ্রী রাহা, আবৃত্তিশিল্পী মাসুদ তালুকদার, প্রয়াতের সহোদরা রুবিনা নাছের, কন্যা শাহদিল সুরাহা প্রমুখ। আবৃত্তি করেন উচ্চারক সদস্য এ্যানি চৌধুরী, শামীমা ইয়াছমিন ও মন্দিরা বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধআব্দুল্লাপুর প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ ও পুনর্মিলনী উৎসব