ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘সাবাস মিঠু’ নির্মাণের দায়িত্ব পেয়েছেন পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন বলিউডের হালের নায়িকা তাপসি পান্নু। খবর বিডিনিউজের।
এর আগে ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন ‘রইস’ নির্মাতা রাহুল ঢোলাকিয়া, শিডিউল জটিলতার কারণে ছবিটি থেকে তিনি সরে দাঁড়ানোর পর সৃজিতকে যুক্ত করা হয়েছে বলে এক খবরে জানিয়েছে এনডিটিভি। এটি সৃজিতের দ্বিতীয় হিন্দি চলচ্চিত্র। এর আগে ২০১৭ সালে তার বাংলা
‘সাবাস মিঠু’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম এইটিন স্টুডিও গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সৃজিত মুখার্জির নাম ঘোষণা করেছে।
সৃজিত বলেন, এই সিনেমা সম্পর্কে প্রথম যখন শুনেছিলাম তখন থেকেই ছবিটি নিয়ে বেশ আগ্রহী ছিলাম। এখন আমি নিজেই এই ছবির অংশ হয়ে গেলাম। দুর্দান্ত গল্পটিকে পর্দায় তুলে আনার জন্য আমি মুখিয়ে আছি। ২০১৯ সালের ডিসেম্বরে মিতালি রাজের জন্মদিনে এই ছবির ঘোষণা দিয়েছিল ভায়াকম এইটিন। মিতালি রাজের চরিত্রে ইতোমধ্যে তাপসি পান্নুকে চূড়ান্ত করা হয়েছে। ছবির চিত্রনাট্য লিখেছেন প্রিয়া অ্যাভেন। মহামারীর কারণে ছবির দৃশ্যধারণ পিছিয়েছে। ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে তার ঘোষণা এখনও দেওয়া হয়নি।