প্রগতি সাহিত্য সংসদের সাহিত্য আলোচনা ও লেখা পাঠের আসরে বক্তারা বলেছেন, সাহিত্য চর্চায় যারা সম্পৃক্ত আছেন তাদের অসামপ্রদায়িক চেতনার অধিকারী হতে হবে। সাহিত্যরস আমাদের তৃপ্তি দেয়, মনের আনন্দ যোগায়। কবিতা আমাদের বোধের জাগরণ ঘটায়। কবিতা গল্প প্রবন্ধ নিবন্ধ আমাদের জীবনের কথা বলে। সাহিত্য চর্চার সাথে থাকা মানুষগুলো নিজেকে তুলে ধরার চেষ্টা করে তাঁর সৃজনশীলতার মাধ্যমে। শুদ্ধ সাহিত্য চর্চা আমাদের হতাশামুক্ত উজ্জ্বল জীবন গঠনে সহায়তা করে।গত ২৬ এপ্রিল চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক বিচিত্রা সেন ও বাচিকশিল্পী আয়েশা হক শিমু। সংসদের সভাপতি ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অরুণ শীল, নাসের রহমান, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক বাসুদেব খাস্তগীর। কবি লিপি বড়ুয়ার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন কবি সালাম সৌরভ।
লেখা পাঠে অংশ নেন ফারজানা রহমান শিমু, জেবারুত সাফিনা, মার্জিয়া খানম সিদ্দিকা, শিরিন আফরোজ, আলমগীর হোসাইন, তানভীর হাসান বিপ্লব, নান্টু বড়ুয়া, সৌভিক চৌধুরী, সিমলা চৌধুরী, লিপি তালুকদার, গৌতম কানুনগো, লিটন কুমার চৌধুরী, শরণংকর বড়ুয়া, নিগার সুলতানা, দীপিকা বড়ুয়া, অনামিকা বড়ুয়া, আসিফ ইকবাল, হোসেন ইব্রাহিম, জাহেদ কায়সার, আনিস শাহরিয়ার, ইসরাত জাহান মারিয়া, মো ওসমান হোসেন সাকিব, ইফতেখার মারুফ, খনরঞ্জন রায়, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, শুক্কুর চৌধুরী, অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, মো. জামাল, সেলিম তালুকদার আকাশ, শিশুসাহিত্যিক অপু চৌধুরী, রিনা রহমান, বিকাশ বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।