সৃজনশীল ক্লাবের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

| সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৬:৫৭ পূর্বাহ্ণ

মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে বাদুরতলা সৃজনশীল ক্লাব আয়োজিত বজল আহমদ ও মকবুল আহমদ স্মৃতি শর্টপিচ টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় বেস্ট বাত্তি ৫ উইকেটে বাদুরতলা ভাইকিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয় মোহাম্মদ রিয়াদ। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শুলকবহর ওয়ার্ডস্থ বাদুরতলা জামে মসজিদ মাঠে টুর্নামেন্টের এই ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আ.জ.ম ও নাছির উদ্দিন। ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সৃজনশীল ক্লাবের প্রধান উপদেষ্টা মো আতিকুর রহমানের সভাপতিত্বে ও সৃজনশীল ক্লাবের সভাপতি মো. আদনানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক দিদারুল আলম দিদার, আল মাদানী রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ আহমদ, আরেফিন গ্রুপের চেয়ারম্যান ইনাম হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন রবিউল ইসলাম চৌধুরী, এসকান্দার আলী, মোহাম্মদ আলী, আনোয়ারুল আলম পারভেজ, ইকবাল হোসেন জিসান, রাশেদ চৌধুরী, রিদোয়ান হোসেন জনি, সায়েম তালুকদার, জামাল উদ্দিন, ইরফানুল বাপ্পি, মো. সোলায়মান লিটন, আমিনুল ইসলাম এনাম, মমিনুর রহমান, সাজ্জাদ হোসেন, শাহেদ আলম, ইমরানুল হোসেন, বাপ্পা, জিসান।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চট্টগ্রামের শুভ সূচনা
পরবর্তী নিবন্ধস্বাধীন বাংলা দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত