সূর্যাস্তে বিষাদের রং

রূপক কুমার রক্ষিত | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

পড়ন্ত বিকেলের শেষ রোদটুকুর মতো

কদর নিয়ে কেউ কোনোদিন বলেনি,

সূর্যকলার অস্তমিত প্রীতিসজ্জায়

হৃদয়গ্রাহী, আভাসিক্ত

সূর্যাস্ত দেখবো তোমাকে নিয়ে,

নিগূঢ় অনুভূতির নিমগ্ন অন্তরালে

প্রিয়তার বিহ্বল মগ্নতায়।

 

অন্ধকারে হারিয়ে যাবার আগেই

দিনের সব ক্লান্তি, মন্থনকাতর

মনোকুঞ্জে, অস্তিত্বময় হয়ে ওঠা

প্রণয়পীড়িত আনমনে হাহাকার,

মুগ্ধতায় মুছে দিয়ে যাবো

দিগন্ত ছোঁয়া মৃগয়া গোধূলিতে

নিবিড় আসমানী নিসিন্দা ছায়ায়।

 

প্রতীক্ষার অনন্ত বেলা শেষে

সূর্যাস্ত ছোঁয়া, পথচিহ্ণহীন

অস্তমিত আবেগ, নিসংকোচে

কোলাহল করে বিস্তীর্ণ বালুচরে,

পান্ডুলিপির ধূসর তটে।

 

কেবল ডুবে ডুবে দেখি,

বন্ধন শূন্যতায় ডুবে যাওয়া প্রেমের

অপরূপ প্রেমরেখায় সূর্যাস্তের সাথে

বিষাদের রং মিশে নিসঃঙ্গতা

নিস্তব্ধ কবিতা হয়ে ওঠে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় প্রশাসনের সুদৃষ্টি কামনা
পরবর্তী নিবন্ধবড়ো অবেলায় এলেম যে