সুড়ঙ্গ খুঁড়তে নজর এবার অস্টিনে

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৬:০৫ পূর্বাহ্ণ

সম্ভাব্য সুড়ঙ্গ প্রকল্পের জন্য এবার হয়ত যুক্তরাষ্ট্রের অস্টিনের দিকে নজর দিচ্ছে ইলন মাস্কের বোরিং কোম্পানি। অস্টিনের ভূমি নিয়ে টুইট এবং নতুন আধা ডজন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রষ্ঠিানটি।
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, পরবর্তী প্রকল্পের জন্য বোরিং কোম্পানি অস্টিনকে বেছে নেবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। সমপ্রতি টেসলা ঘোষণা দিয়েছে, মডেল ৩, মডেল ওয়াই এবং সাইবারট্রাক উৎপাদনের লক্ষ্যে অস্টিনে নতুন কারখানা বানানো হবে। খবর বিডিনিউজের।
বোরিং কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তিতে তড়িৎ প্রকৌশলী থেকে শুরু করে যন্ত্র প্রকৌশলী, ব্যবসা উন্নয়ন প্রধান এবং প্রযুক্তিগত নিয়োগকারী রয়েছে। সুড়ঙ্গ প্রকল্প নিয়ে ইতোমধ্যে বোরিং কোম্পানি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এদিকে অস্টিনে কারখানার জন্য গড়ে ৪৭ হাজার ১৪৭ মার্কিন ডলার বেতনে পাঁচ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে টেসলার। প্রথম দিকের পদের কর্মীদের বেতন শুরু হবে ৩৫ হাজার ডলার থেকে। ৪০ থেকে ৫০ লাখ বর্গফুটের একটি কারখানা বানাতে একশ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে টেসলা। ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেসে স্পেসএঙের প্রধান কার্যালয়ের কাছে ১.১৪ মাইল পরীক্ষামূলক সুড়ঙ্গ রয়েছে বোরিং কোম্পানির। প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী মাটির নিচে সুড়ঙ্গের মধ্য দিয়ে যাত্রীরা স্বয়ংক্রিয় বৈদ্যুতিক যানে চড়ে দ্রুত গতিতে যাতায়াত করতে পারবেন গ্রাহক। রাস্তার জ্যাম এড়াতেই এই যাতায়াত ব্যবস্থার পরিকল্পনা করেছেন মাস্ক।

পূর্ববর্তী নিবন্ধআরো শাণিত সাকিবকে দেখছেন আকরাম খান
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৯.২৭ কোটি টাকা